বাগাতিপাড়া॥ নাটোর-১ (লালাপুর-বাগাতিপাড়া) আসনে শহিদুল ইসলাম বকুলকে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে চুড়ান্ত মনোনয়ন প্রদানের দাবীতে ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছে তার সমর্থকরা। একই সময় কাফনের কাপড় পরে তারা বিক্ষোভ মিছিল ও সমবাশে করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলগেট এলাকায় এসব কর্মসূচী পালনকালে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে প্রার্থী শহিদুল ইসলাম বকুলের বড় ভাই ছানোয়ার হোসেন ছানাকে দশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বর্তমানে ওই এলাকায় পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ২৫ নভেম্বর শহিদুল ইসলাম বকুলকে দলীয় মনোনয়নের চিঠি দেওয়া হয়। এর দুদিন পর ২৭ নভেম্বর একই আসনে সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্ণেল রমজান আলী সরকারকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের আরেকটি চিঠি দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম বকুলকে চুড়ান্ত মনোনয়ন দেওয়া হচ্ছে না এমন খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা মালঞ্চি রেলগেট এলাকায় জড়ো হয়। এসময় তারা কাফনের কাপড় পরে বিক্ষোভ-মিছিল করতে থাকে। দুপুর ১২ টার দিকে বিক্ষোভকারীরা রেল লাইনের ওপর অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করে। সেসময় লালকাপড় টানিয়ে তারা নাটোর থেকে আব্দুলগামী মালবাহী ট্রেন থামিয়ে দেয়। প্রায় পাঁচ মিনিট ট্রেনটি অবরোধের মুখে থেমে থাকে। পরে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া পুলিশ বিক্ষোভ কারীদের সরিয়ে দিলে রেল চলাচল স্বাভাবিক হয়। রেলপথ অবরোধের চেষ্টাকালে বকুলের ছোটভাই ওহিদুল ইসলাম গোকুলকে আটকের চেষ্টা করে। পরে বিক্ষোভকারীদের তোপের মুখে তাকে ছেড়ে দেয় পুলিশ। এদিকে বিক্ষোভকারীরা মালঞ্চি রেলগেটের পূর্বপাশে প্রায় দেড় ঘন্টা অবস্থান নিয়ে পথ সভা করে। পথসভায় বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বাগাতিপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য হাসানুর রহমান বিপ্লব প্রমুখ। বক্তারা তাদের প্রার্থী বকুলের চুড়ান্ত মনোনয়ন না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যহত রাখার ঘোষনা দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড মেরিনা সুলতানা জানান, নির্বাচনী আচরন বিধি লংঘনের অভিযোগে প্রার্থীর সমর্থককে দশ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবলু হাসনাত বলেন, বকুলের সমর্থকরা রেললাইন অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। রেল চলাচলে তেমন কোন বিঘœ ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।