নাটোর অফিস॥
নাটোরের দিঘাপতিয়া বালিকা শিশু সদনের আশ্রিত শিশুদের বিনা মুল্যে স্বাস্থ্য সেবা দিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। গতকাল শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক -এর উদ্দোগে বালিকা শিশু সদনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে শিশু সদনের বালিকাদের মাঝে বিভিন্ন ধরণের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক। ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে শিশু সদনে বালিকাদের সুস্থ্য থাকার বিভিন্ন কৌশল এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন নাটোর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ সুরাইয়া জাহান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী। অনুষ্ঠানে নাটোর পুনাকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করে পুনাক। শিশু সদনে বালিকাদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক।