নাটোর অফিস॥
নাটোরের লালপুরে একটি আম বাগান থেকে মাহমুদা শারমিন বিথী (৩২) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের মধুবাড়ি এলাকার আম বাগানে ওই মরদেহ পাওয়া যায়। নিহত মাহমুদা শারমিন বিথী গোপালপুর পৌর এলাকার স্থানীয় মুক্তার জেনারেল হাসপাতালে চাকরি করতেন। তিনি উপজেলার এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
লালপুর থানার (ওসি) মো. উজ্জল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে শ্রমিকরা মজিবুরের আম বাগানে কালাই সংগ্রহ করতে আসে । এসময় রাস্তার সঙ্গে বাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান,‘ওই নারীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। কি কারণে এ হত্যাকা- তার রহস্যউদঘটনে সিআইডি ও পিবিআই তদন্ত শুরু করেছে।’