নাটোর অফিস॥
নাটোরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল করেছে আওয়ামীলীগ নেতা কর্মীরা। আজ রোববার বিএনপিসহ সমমনা দলের ডাকা চতুর্থ দফার অবরোধ কর্মসূচির প্রথম দিন নাটোরে ঢিলেঢালাভাবে শুরু হয়। অবরোধের পক্ষে বিএনপিকে পিকেটিং করতে দেখা যায়নি। তবে আওয়ামীলীগের নেতা-কর্মীরা সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে। মিছিল শেষে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।