নাটোরে গণপ্রকৌশল দিবস পালিত

নাটোর অফিস॥
‘উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি’-এই প্রতিপাদ্য বিষয়ে জেলায় আজ গণপ্রকৌশল দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে দশটায় স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) মোঃ শফিকুল ইসলাম শিমুল।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রওশন আলী।
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল স্বাগত বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনের কোন বিকল্প নেই। এজন্যে শিক্ষা ও কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সমাবেশ ঘটাতে হবে। তবেই উন্নয়ন হবে টেকসই।
এরআগে স্বাধীনতা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *