নাটোর অফিস॥
নাটোরের লালপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে জারিফ হোসাইন বনি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নের মমিনপুর খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বনি একই গ্রামের শিক্ষক ফারুক খানের ছেলে।
নিহতের পরিবারের স্বজনরা জানায়, শিশুটির বাবা ফারুক খান কুষ্টিয়া রাজবাড়িতে একটি স্কুলে শিক্ষকতা করেন। সকালে তার মা জেসমিন বেগম রান্না করছিলো। এসময় জারিফ হোসাইন বনি তার দাদির কাছ থেকে খেলা করতে করতে বাড়ির বাহিরে চলে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে বনিকে ভাসতে দেখেন পরিববারের লোকজন। পরে তাকে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা মা জেসমিন বেগমসহ পরিবারের স্বজনরা।
একমাত্র ছেলের মৃত্যুরতে শিশুটির বাবা শিক্ষক ফারুক খান বাকরুদ্ধ। তিনি বিলাপ করে বলছেন, বনি আর আমাকে বাবা বলে ডাকবে না। আমি আর তাকে আদর করতে পারবো না। বনি বাবা ফিরে আয়। আমি চাকুরির সুবাদে কুষ্টিয়ার রাজবাড়িতে থাকি। আমি আর বনিকে দেখতে পাবো না।’
স্থানীয় ইউপি সদস্য চঞ্চল হোসেন মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।