নাটোর অফিস ॥
দেশব্যাপী নারী ও শিশুর ওপর বিএনপি-জামায়াতের সহিংসতা এবং আগুন সন্ত্রাসের বিরুদ্ধে নাটোরে মানববন্ধন করা হয়। বুধবার বেলা এগারোটার দিকে নাটোর প্রেসক্লাব এলাকায় নাটোর জেলা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, মহিলা আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক বিউটি আহমেদ প্রমুখ নারী নেত্রী।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র দূরদর্শী ও সাহসী নেতৃত্বে দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা ব্যাহত করতে বিএনপি-জামায়াত জোট সহিংসতা ও সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। তাদের সহিংস কার্যক্রম থেকে নারী ও শিশুরাও আজ আর নিরাপদ নেই। তাদের সেই অপচেষ্টা রুখে দিয়ে মানুষকে নিরাপদ রাখতে সকলকে ঐকবদ্ধ ওয়ার আহ্বান জানানো হয়।