নাটোর অফিস ॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, শেখ হসিনা ক্ষমতায় থাকলেই উন্নয়ন হয়। ১৯৭৫-র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার সময তিনি দেশে ছিলেননা বলেই প্রাণে রক্ষা পেয়েছেন। এরপরও বিএনপি জামায়াত-জোট তার প্রাণনাশের জন্য ২১ বার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে ২১ জনকে হত্যা করা হয়। শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ ২১ জনকে হত্যার নেপথ্য নায়ক খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। সেই তারেক সাজাপ্রাপ্ত হয়ে লন্ডনে পালিয়ে রয়েছেন। বাংলাদেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই আল্লাহপাক শেখ হাসিনাকে রক্ষা করে ছিলেন। রাষ্ট্রিয় ক্ষমতায় আসার পর তিনি অসহায় মানুষের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন তিনি। উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। আর এই ধারা অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট চান আইসিটি প্রতিমন্ত্রী।
আজ সোমবার দুপুরে নাটোর -বগুড়া মহাসড়কের সেরকোল এলাকায় ১৬ কিলোমিটার চার লেন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও গোল-ই আফরোজ সরকারী কলেজে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় বক্তৃতা করেন। এদুটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা আওয়ামীলীগ সভঅপতি ওহিদুর রহমান,সাধারন সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, পৌর আওয়ামীলীগ সভাপতি ডালিম আহমেদ ডন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এবং সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিতি ছিলেন।