নাটোর অফিস॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যে কোন উন্নয়ন হতে হবে টেকসই এবং জীব বৈচিত্র রক্ষা করে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন বৈষম্যমুক্ত সুষম উন্নয়ন। দূর্নীতি যাতে উন্নয়নকে ব্যাহত না করে, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি আছে। আগামীতে উন্নয়নের ধারা আরো গতিশীল হবে।
সোমবার রাতে নাটোরের সিংড়ায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়সহ স্থানীয় উন্নয়ন চিন্তা নিয়ে সুপারিশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
পলক বলেন, আমরা উন্নয়নের পাশাপাশি আগামীতে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করছি। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার প্রণয়নের কাজ চলছে।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ২৭ জন সাংবাদিক তাদের বক্তব্যে উন্নয়ন চিন্তা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আৗযামীলীগ সভাপতি ওহিদুর রহমান, সাধারন সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস,যুগ্ম সাধারন সম্পাদক মওলানা রুহুল আমিন প্রমুখ।