নাটোর আফিস॥
নাটোরের সিংড়ায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ঔষধ সরবরাহ সহ চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিবার সকালে দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ শান্তনু কুমার সাহার আয়োজনে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এই চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত হয়ে বলেন, মানব কল্যান প্রকৃত ধর্ম, শান্তি আর সমৃদ্ধি। সাফল্যের শিখরে যখন কেউ যায় তখন শিকরকে ভুলে যায়। কিন্তু ডাক্তার শান্তনু নিজের শিকড়কে ভুলেনি। আমাদের সন্তানরা যেনো এমন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠে।
দিনব্যাপি মন্দির প্রাঙ্গণে আয়োজক ডাঃ শান্তনু কুমার সাহা ছাড়াও চিকিৎসা সেবা প্রদান করেন গাইনী অভিজ্ঞ ডাঃ বর্ণালী তালুকদার, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ পলাশ কুমার সাহা, শিশু অভিজ্ঞ ডাঃ সনদ ঘোষ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাজমুল ইসলাম ও ডাঃ রাজেশ কুমার,ডাঃ মাইনুল হক রিকো সহ ১৬ জন বিশেষজ্ঞ ডাক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি বিপ্লব কুমার সাহা।
আয়োজক ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, সৃষ্টির সেবাই ¯্রষ্টার শ্রেষ্ঠ আরধনা। গত ১৪ বছর ধরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সকল ধর্মের লোকের জন্য তিনি এই আয়োজন করেন।