নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় ব্র্যাক ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় কৃষক কৃষাণীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকালে বাটড়া গোপালপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল ওয়াদুদ উপপরিচালক নাটোর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা তৌফিকুর রহমান, প্রকল্প পরিচালক ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট, বিবেকানন্দ হীরা, মনিটরিং অফিসার, পার্টনারশীপ ইন ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্প, প্রশিক্ষণে অংশ গ্রহণ কারী কৃষক কৃষাণীদের ১ হাজার টাকা করে ৬০ জন কে চেকের মাধ্যমে এই টাকা প্রদান করা হয় ।