নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মৌখড়া হাট ও লক্ষীকোল বাজারে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্টজাল জব্দ করে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। এসময় কারেন্টজাল বিক্রির অভিযোগে ৩ জনকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বড়াইগ্রামের ইউএনও আবু রাসেল ওই আদালত পরিচালনা করেন।
র্যাব-৫ এর এএসপি সঞ্জয় কুমার ও ইমদাদ হোসেন জানান, ইউএনও আবু রাসেলের নেতৃত্বে একদল র্যাব সদস্য সিভিল ও পোশাকে প্রথমে মৌখড়া হাটে অভিযাজ চালিয়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ এবং ১৪ জনকে আটক করেন। এরপর আটকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে লক্ষীকোল বাজারে কারেন্টজাল পাইকারী বিক্রেতা সোহেল রানার গুদামে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৩ হাজার ১২০ পাউন্ড কারেন্টজাল জব্দ এবং সোহেল রানাকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ১২ জনকে বিভিন্ন পরিমান অর্থদন্ড এবং ে গুরুদাসপুরের মশিন্দা এলাকার লাবু মিয়া ও মসলেম উদ্দিনকে ১ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন। সাহেল রানাকে ১ লাখ টাকা অর্থদন্ড এবং এক মাসের কারাদন্ড প্রদান করেন। একই সাথে জব্দকৃত ২০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংশ করেন।
ইউএনও আবু রাসেল বলেন, দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ কারেন্টজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।