নাটোর অফিস॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে দিনব্যাপী প্রচারণা করে সন্ধায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে সিনেমা হলে সিনেমা দেখেছেন নাটোর-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী নাটোর জেলা আ,লীগের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। সোমবার দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা করে ‘মুজিব’একটি জাতির রূপকার সিনেমা দেখার আহ্বান জানিয়ে প্রচারণা করেন গুরুদাসপুর বড়াইগ্রামের বিভিন্ন এলাকায়। পরে সন্ধা ৬টায় নাটোর জেলার একমাত্র সিনেমা হল গুরুদাসপুরে অবসস্থিত ‘আনন্দ সিনেপ্লেক্সে’ নেতাকর্মী নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন আহম্মদ আলী মোল্লা।
ধারাবারিষা থেকে আসা কৃষক মোঃ সালামত হোসেন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক। বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ছবি দেখতে নিয়ে এসেছেন আহম্মদ আলী মোল্লা। কখনও ভাবিনি বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমা তৈরি হবে এবং আমরা সঠিক ইতিহাস জানতে পারবো।’
ছাত্রলীগ নেতা তারেক মোল্লা জানান, ‘মুজিব’একটি জাতির রুপকার সিনেমাটি দেখতে এসেছি অনেক আগ্রহ নিয়ে। আহম্মদ আলী মোল্লার নেতৃত্বে শত শত নেতাকর্মী এই সিনেমা দেখার জন্য এসেছে। আশা করছি প্রতিটি ছাত্রলীগ এই সিনেমা দেখে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানবে।’
আহম্মদ আলী মোল্লা বলেন, ‘মুজিব’ একটি জাতির রূপকার। ছবিটি দেখে জীবন্ত বঙ্গবন্ধুকে উপলব্ধি করা যায়। বাঙালি জাতির কর্ণধার বঙ্গবন্ধুর প্রমাণ এই ছবিটি। সোমবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় সবাইকে ছবিটি দেখার আহবান জানিয়েছি। ১৯৫২ থেকে ১৯৭৫ পর্যন্ত ইতিহাসের কালের সাক্ষী এই ছবি। আমি আজকে সিনেপ্লেক্সের সবগুলো আসন বুক দিয়ে নেতাকর্মী নিয়ে সিনেমা দেখতে এসেছি। আমি আমার নাটোর-৪ আসন এবং দেশবাসীর উদ্দেশ্য বলতে চাই, বঙ্গবন্ধুকে জানতে হলে এই সিনেমাটি অবশ্যই সকলেই দেখবেন। এছাড়াও আমার সকল নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যে, পাড়া মহল্লা, স্কুল কলেজ থেকে শুরু করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে নিয়ে সিনেমা হলে এসে মুজিব একটি জাতির রুপকার সিনেমা দেখতে।’