নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্রেক্সে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি মুক্তি পেয়েছে। আজ শুক্রবার বিকেল ৩টায় সিনেমাটির প্রিমিয়াম শো উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। এসময় গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়র হোসন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিমিয়াম শো শেষে সংসদ সদস্যসহ অতিথিরা বলেন, বঙ্গবন্ধুর জীবন কাহিনী নিয়ে এই বায়োপিক দেখে জাতি অনেক অজানা তথ্য ও ইতিহাসের নতুন অধ্যায় জানতে পারবেন।
এদিকে আনন্দ সিনেপ্রেক্সে প্রদর্শিত মুজিব-একটি জাতির রুপকার সিনেমাটি দেখতে দুপুর থেকে দর্শকরা ভির করেন। সিনেমা দেখার পর দর্শকরা প্রশংসা করে বলেছেন,এই সিনেমা দেখার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু সম্পর্কে অনেক অজানা কাহিনী জানা যাবে।