নাটোর অফিস॥
নাটোরে সাবেক ফুটবলাররা কথা সাহিত্যিক জাকির তালুকদারকে সর্ম্বধনা দিয়েছে। কথা সাহিত্যিক ডা. জাকির তালুকদার এর সেরা ৫০টি গল্প নিয়ে কলকাতায় প্রকাশিত গল্পগ্রন্থ সেরা ৫০ গল্প প্রকাশিত হওয়ায় এ সংবর্ধনার আয়োজন করেন নাটোরের কৃতি সাবেক ফুটবলাররা।
শনিবার নাটোর শহরের উত্তরা মটেলে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেড ঢাকার সাবেক ফুটবলার, নাটোরের কৃতি সন্তান সোহেল রেজার সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আলমগীর হোসেন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র অলক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা মটেলের পরিচালক নাছিমা অকতার বানু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফরহাদ হোসেন,সাবেক ফুটবলার অশোক চক্রবর্র্তীসহ প্রমুখ সাবেক ফুটবলার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কথাসাহিত্যিক ডা. জাকির তালুকদার শুধু নাটোরের গর্ব নয় ,সারা দেশের গর্ব। তার লেখায় সাহিত্য অঙ্গন সমৃদ্ধ হচ্ছে। তার সুনাম ছড়িয়েছে দেশের বাহিরেও। লেখা লেখি করে বাংলা একাডেমি, জেমকন এর মতো দেশি বিদেশী পুরস্কার অর্জন করেছেন তিনি। আগামীতে তার লেখনির মাধ্যমে সাহিত্য অংঙ্গন আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফরহাদ হোসেন ও জিয়াউল হক লিটন।