নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় শিশুকে ধর্ষন ও হত্যা মামলায় আব্দুল কুদ্দুস (১৯) নামে এক যুবকে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। আজ সোমবার দুপুরে আজ সোমবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আব্দুল কুদ্দুস বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের সাহেব আলীর ছেলে।
আদালত ও মামলা সুত্রে জানা যায়, ২০০৬ সালের ২০ জুন দুপুরে বাগাতিপাড়া উপজেলার খাটখৈর গ্রামের আট বছরের এক শিশু কন্যাকে বাদাম খাওয়ানোর কথা বলে আখ ক্ষেতে নিয়ে যায়। বখাটে আব্দুল কুদ্দুস।ভিকটিমকে আখক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আব্দুল কুদ্দুস। এই ধর্ষনের ঘটনা যাতে প্রকাশ না পায় সেজন্য ধর্ষণের পর কুদ্দুস ওই শিশুটিকে হত্যা করে আখ ক্ষেতে ফেলে রেখে যায়। এঘটনায় ভিকটিমের পিতা বাদি হয়ে বাগাতিপাড়া থানায় একটি ধর্ষন সহ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (৯) ধারায় একটি মামলা দায়ের করেন। স্বাক্ষ্য প্রমান শেষে আদালত সোমবার দুপুরে এই রায় দেন।
নাটোর জজ কোর্টের পিপি আনিসুর রহমান জানান,আসামী পলাতক রয়েছে। তার অনুপস্থিতেই এই রায় ঘোষনা করা হয়। জরিমানার টাকা ভিকটিমের পরিবার পাবে।