নাটোর অফিস ॥
নাটোরের সিংড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে খাদিজা (৭) ও সাদিয়া খাতুন (৬) নামের মামাতো-ফুফাতো দুই বোন মারা। শনিবার দুপুরে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের বড় সাঐল গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু খাদিজা খাতুন বড় সাঐল গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়ে এবং সাদিয়া খাতুন তার আপন ফুফাতো বোন। সাদিয়ার মা সুমা খাতুন ঢাকায় গার্মেন্টস কাজ করে । সাদিয়ার জন্মেও পরেই বাবা মায়ের বিচ্ছেদেহয়ে যায়। এর পর সাদিয়ার বাবারও কোন খোজ খবর নেই। নিহতরা ছোট বেলা থেকেই দাদা-নানা কফিল উদ্দিনের কাছে থাকতো বলে জানা গেছে
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান বলেন, শিশু খাদিজা ও মারিয়া খাতুন প্রতিদিন তাদের দাদি-নানি সাহারা বেগম এর সঙ্গে বাড়ির পার্শ্বের একটি পুকুরে গোসল করত। কিন্তু শনিবার দুপুরে সবার অগোচরে তারা দুই বোন ওই পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।