নাটোর অফিস॥
নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল জোন এলাকায় অবৈধভাবে আখ মাড়াই করায় মাড়াইকলের মালিক কে রওশন আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। তিনি উপজেলার ধুপইল চকপাড়া গ্রামে আদু আলীর ছেলে। এসময় আখ মাড়াই কাজে ব্যবহৃত একটি পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখমাড়াই কল) এর যন্ত্রাংশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধুপইল চকপাড়া গ্রামে আদু আলীর ছেলে রওশন আলীর বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বলেন, অবৈধভাবে মিল জোন এলাকায় পাওয়ার ক্রাশার (যন্ত্রচালিত আখমাড়াই কল) দিয়ে আখ মাড়াই করায় মাড়াইকলের মালিক রওশন আলীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় আখ মাড়াইকলের যন্ত্রাংশ জব্দ ও হাইড্রোজ মিশ্রিত ক্ষতিকর ভেজাল গুড়সহ গুড় তৈরীর অন্যান্য উপকরণ ধ্বংস করা হয়। এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ সময় লালপুর থানার (ওসি) মো. উজ্জ্বল হোসেন, ওয়ালিয়া ফাঁড়ির ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল, নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোস্তফা সারোয়ার, মহাব্যবস্থাপক (কারখানা) নুরে আলম, উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) কাউছার আলী সরকার, উপ-মহাব্যবস্থাপক (সিপি) গোলাম রব্বানী উপস্থিত ছিলেন।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. আসহাব উদ্দিন জানান, এখনো আখ অপরিপক্ক। এই অপরিপক্ক আখ মাড়াই করা হলে আখ অভাবে চিনিকলের লক্ষমাত্রা অর্জনে ব্যর্থ হবে। এতে কৃষক নিজে যেমন ক্ষতিগ্রস্থ হবেন। তেমনি দেশেরও ক্ষতি হবে বলে জানান তিনি।