নাটোর অফিস॥
নাটোরের লালপুরে গবাদী পশুর খাবারের জন্য আখের পাতা কাটায় মহির উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে জমির মালিক। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মহির উদ্দিন ওই গ্রামের নহির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে মহির উদ্দিন তার গবাদী পশুর খাবারে জন্য বাড়ির পাশের বগা উসমানের ছেলে সোহেল আলীর আখ ক্ষেতের আখের পাতা কাটেন। পরে পাতা কাটার কথা জানতে পেরে মহির উদ্দিনের সঙ্গে কথা কাটকাটি শুরু হয় জমির মালিক সোহেল আলীর। এক পর্যায়ে সোহল আলীর হাতে থাকা হাসুয়া দিয়ে মহিরের ঘাড়ে কোপ মারে সোহেল। এতে মহির রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পরে। পরে স্থানীয়রা এসে মহির কে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মহিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহতের স্ত্রী রতœা বেগম বলেন, সামান্য আখের পাতা কাটার জন্য সোহেল আমার স্বামী মহির উদ্দিনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।’
ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
চংধুপইল ইউনিয়নের দিয়াড়পাড়া গ্রামের ইউপি সদস্য শিপলু আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লালপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করে নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’