নাটোর অফিস॥
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে নাটোর জেলা বিএনপি। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পুলিশি বেষ্টনিতে মৌন মিছিল করে জেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদস্য সাইফুল ইসলাম আফতাব, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সানোয়ার হোসেন তুষার, ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নেতারা বলেন বাংলাদেশে গুমের শিকার বেশী। বিশেষ করে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক নেতা কর্মিরা। বাংলাদেশের সরকার আইন শৃঙ্খলা বাহীনীর সহায়তায় এই গুম করে চলেছে। তারা বর্তমান সরকারের এই কর্মকান্ডের নিন্দা ও ধিক্কার জানান।