নাটোর অফিস॥
বিএনপি’র এক দফা দাবীতে পদযাত্রার বিপরীতে নাটোরে আওয়ামী লীগের দু’টি গ্রুপ পৃথকভাবে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল দশটার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুসারীরা সংসদ সদস্য শিমুলের কান্দিভিটাস্থ বাড়ি থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা বের করে। শিমুলের অনুসারীরা মোটর সাইকেল শোডাউন করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হয়ে নবাব সিরাজ-উদ দৌলা কলেজ চত্বর হয়ে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশ করে। অপর দিকে বেলা ১১ টার দিকে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা শহরের কান্দিভিটাস্থ দলীয় অস্থায়ী কার্যালয় থেকে এক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত এই পৃথক দু’টি শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি,সাবেক মন্ত্রী আহাদ আলী সরকার, আওয়ামীলীগ নেতা দীলিপ কুমার দাস,জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া প্রমুখ। এসব সমাবেশে বক্তারা বলেন, বিএনপি যদি পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চায় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। এজন্য সরকারের প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকেও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।