নাটোরঃ নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে নাটোরসহ উত্তরাঞ্চলের রেল যোগাযোগ।
এর ফলে শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু করে নাটোরের তিনটি স্টশন ও স্টপেজে অবস্থান করছে ৪টি ট্রেন। নাটোর স্টেশনে উত্তরা ও বরেন্দ্র, আব্দুলপুর স্টেশনে রকেট মেইল ও মাধনাগর স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ হওয়ায় প্রায় সাড়ে ৪ ঘন্টা ধরে অবস্থান করছে।
আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, বিকেলে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে রংপুর ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নাটোর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঘটনাস্থলে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করছে। কয়েক ঘণ্টার মধ্যই ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে বলে আশা করা হচ্ছে।