নাটোর অফিস॥
নাটোরের চলনবিলে শিকারীর মুচলেকায় ছাড়া পেয়েছে বন্দি পাখিকুল। সিংড়া উপজেলার হুলহুলিয়া ও করমপুর এলাকায় অভিযান চালিয়ে ১১টি শালিক পাখি উদ্ধার ও এক পাখি শিকারীকে আটক করে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা । একই সাথে তারা চলনবিলে পাখি বাঁচাতে পরিবেশ কর্মীরা সচেতনতা মূলক প্রচারণা শুরু করে। বুধবার দিনব্যাপি সিংড়া উপজেলার বিভিন্ন গ্রামে বর্ষার শুরুতেই পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এসময় হুলহুলিয়া বিলে অভিযান চালিয়ে বাচ্চু প্রামাণিক নামের এক পেশাদার পাখি শিকারিকে ৮টি শালিক পাখিসহ আটক করা হয়। পরে তাজপুর ইউনিয়নের কমরপুর গ্রামের শিমুল হোসেন পিতা আব্দুল জলিল বাবা-ছেলেকে আটক করা হয়। উদ্ধার করা হয় আরো ৩টি শালিক পাখি ও ফাঁদ। পরে স্থানীয় ওয়ার্ড সদস্যদের নিয়ে চলনবিলে পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রচারণা এবং আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হয়। উদ্ধারকৃত পাখি অবমুক্ত ও কারেন্ট জালের ফাঁদ জন সম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ প্রমূখ।
সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান বলেন, চলনবিলের মা-মাছ, পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় পরিবেশ কর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়তই দুর্গম বিলে ছুটে যাচ্ছেন।