নাটোর অফিস॥
নাটোরের বনপাড়া পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দেশের ৩০ টি পৌরসভায় পানি ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বনপাড়া পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়ন করছে।
কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেয়র কেএম জাকির হোসেন। সঞ্চালনা করেন নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা আবুল খায়ের খান, কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, মোস্তাফিজুর রহমান প্রমুখ। পৌর আফিস সূত্রে জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার সকল বর্জ্য একত্রিত করে বিষেশায়িত করা হবে। এর মাধ্যমে জৈব সার তৈরী করে বাজার জাত এবং উচ্ছিষ্ট অংশে বিদ্যুৎ তৈরী করা হবে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৭২ লাখ ৪২ হাজার৮২০ টাকা। নির্মাণ কাল ১৫০ দিন।