নাটোর অফিস॥
নাটোরের ইয়াছিনপুরে রেল লাইনের জয়েন্ট ভেঙ্গে যাওয়ায় ধীর গতিতে ট্রেন চলাচল করছে। আজ সোমবার সন্ধ্যার আগে বাগাতিপাড়া উপজেলার ইয়াছিনপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ গেটের পাশে এই ঘটনাটি ঘটে। পরে ভাঙ্গা অংশে চটের বস্তা বিছিয়ে ওই লাইনের ওপর দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল করে। এতে করে বেশ কয়েক ঘন্টা এই লাইনে ট্রেনগুলোকে বিলম্বে যাতায়াত করতে হয়। লাইন সারিয়ে তোলার পর
রাত ১০ টার দিকে ট্রেনগুলো নির্ধারিত গতিতে চলাচল শুরু করে।
নাটোর রেলওয়ে স্টেশনের লাইন দেখাশুনা করার দায়িত্বে থাকা কি ম্যান আব্দুর রাজ্জাক বলেন, আজ বিকেলে রায়হান নামে স্থানীয় এক যুবক লাইনের জয়েন্টের ভাঙ্গা অংশটি দেখতে পেয়ে তাকে জানায়। পরে গেটম্যান সহ লাইনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাইন ভাঙ্গা অবস্থায় দেখে উর্দ্ধতন কর্তাদের জানানো হয়। এ সময় ওই লাইনে রাজশাহী থেকে চিলাহাটীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চলে আসে। পরে ট্রেনটিকে নিশান দেখিয়ে
থামনো হয়। এরপর লাইনের ভাঙ্গা অংশে চটের বস্তা দিয়ে ধীর গতিতে ট্রেনটি পার করা হয়েছে। পরে সান্তাহার থেকে সরঞ্জামসহ একটি দল এসে লাইনটি মেরামতের কাজ শুরু করে। দ্রুত সময়ের মধ্যে লাইন জোড়া দেয়া হবে এবং ট্রেন তার নির্ধারিত গতিতে চলাচল করবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইনের উপর দিয়ে দ্রুত গতিতে ট্রেন চলাচল করায় এ ঘটনা ঘটে থাকতে পারে।