নাটোর অফিস ॥
মামলা জট দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হয়,আপোষ মিমাংশার মাধ্যমে মামলার সংখ্যা কমানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাটোরের জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দিন। রোববার বিকেলে নাটোরে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির মাসিক সভায় দেয়া বক্তৃতায় জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দিন এই মন্তব্য করেন।
জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রোওনোক জাহান, সিভিল সার্জন মশিউর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাটোর সদর সার্কেল মাহমুদা শারমীন নেলী, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সাংবাদিক নবীউর রহমান পিপলু,বিটিভি প্রতিনিধি জালাল উদ্দিন, ইউনিক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বুলবুল আহমেদ,সাংবাদিক মুক্তার হোসেন,জুলফিকার হায়দার জোসেফ, হালিম খান, সুফি সান্টু প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা ও গনমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।