নাটোর অফিস॥
নাটোরের সিংড়ায় কৃষি জমিতে পুকুর খননের অপরাধে সৈকত হোসেন নামের এক ভেকু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। বুধবার সন্ধ্যায় উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের পাকিশা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড দেন।
এর আগে লালোর ইউনিয়নের ত্রিমোহনী ব্রীজের সোনাইডাঙা খালে অভিযান পরিচালনা করে ৩৫ টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও তিনটি খোড়াজাল জব্দ করে ধ্বংস করেন ইউএনও মাহমুদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন। এদিকে বর্ষার শুরুতে চলনবিলে মা মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনে এই অভিযানকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সহ এলাকার জনসাধারণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন বলেন, প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।