নাটোর অফিস॥
দারিদ্র বিমোচনের লক্ষ্যে বাড়ির আঙ্গিনায় ও পতিত জমিতে পুষ্টি সমৃদ্ধ উচ্চ মূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকর কর্মসূচীর আওতায় নাটোরের লালপুরে অভীষ্ট উপকার ভোগী সদস্যদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লালপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা বিআরডিবি হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অপ্রধান শস্য উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তিগত কলাকৌশলের উপরে ৪০জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছেন। বুধবার প্রশিক্ষণের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন প্রধান অতিথি লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।