নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গা থানার একটি অপহরণ মামলায় দুলাল মিয়া নামে একজনের যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। সোমবার নাটোরের শিশু ও নারী নির্যাতন দমন আদালতের বিচারক ও জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত দুলাল মিয়া নলডাঙ্গা উপজেলার তেঘোর গ্রামের আবুল হোসেনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ৩০ আগস্ট দুলাল মিয়া উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের ১৩ বছর বয়সী এক নাবালিকাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে অপহরণ করে ঢাকায় নিয়ে যায়। সেখানে মিরপুরের একটি বাসায় রেখে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওই বাড়িতে ভিকটিম কান্নাকাটি শুরু করলে দুলাল মিয়া কয়েক দিন পরে তাকে ফেলে রেখে নলডাঙ্গায় চলে আসে। এরপর ওই বালিকা সেখান থেকে কোনক্রমে বাড়ি ফিরে এসে তার মাকে ঘটনা খুলে বলে। ভিকটিমের মা বাদী হয়ে ওই বছরের ১২ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিশ বছর পর সোমবার আসামির উপস্থিতিতে মামলার বিচারক এই রায় ঘোষণা করেন। একই সাথে বিচারক আসামির কাছ থেকে প্রাপ্ত জরিমানার ৩০ হাজার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ প্রদান করেন।
স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণ মামলায় দুলাল নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আদালতে আসামির উপস্থিতিতেই এই আদেশ দিয়েছেন বিচারক।