নাটোর অফিস॥
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের দিনমুজুর আব্দুল করিম ও বণ্যা দম্পতির ঘরে এক সঙ্গে তিন কণ্যা সন্তান জন্ম নিয়েছে। এর আগের এক কণ্যা সন্তান রয়েছে তাদের। ৪ সন্তানের খরচ বিভাবে জোগাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলো পরিবারটি। রবিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার গোপালপুরে বেসরকারী হাসপাতাল মুক্তার জেনারেল হাসাপাতালে গিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। দিনমুজুর আব্দুল করিমের হাতে তুলে দিয়েছেন নগদ ৫ হাজার টাকা। এর আগে শনিবার (১০ জুন) সকাল সাত টার দিকে উপজেলার গোপালপুরে বেসরকারী হাসপাতাল মুক্তার জেনারেল হাসাপাতালে সিজারের মাধ্যমে তিন কণ্যা সন্তানের জন্মদেন বণ্যা খাতুন ।
আব্দুল করিম বলেন, আমি একজন গরীব মানুষের ছেলে। একটি রাইস মিলে দিন হাজিরাতে কাজ করে কোন হালে সংসার চলে তেমন স্বচ্ছলতা নেই। এক সন্তানের খরচ জোগানোই কষ্টকর সেখানে ৪টা মেয়ে সন্তান কিভাবে মানুষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আমর কষ্টের কথা শুনে এমপি মহাদয় নিজে এসেছেন আমাদের খোঁজখবর নিয়েছেন এবং সহযোগিতা করেছেন আমি ও আমার পরিবার এমপি মহাদয়কে ধন্যবাদ জানাচ্ছি। ’
সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, নবীনগর গ্রামের দিনমুজুর আব্দুল করিমের ঘরে তিন কণ্যা সন্তান জন্ম নিয়েছে। গণমাধ্যম কর্মীদের মাধ্যমে জানতে পারি নবজাতক তিন সন্তান ও মায়ের চিকিৎসা খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি। তাদের আরো এক কণ্যা সন্তান রয়েছে। আমি তাদের খোঁজখবর নিয়েছি। তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আগামী দিনেও এই পরিবারের পাশে থাকব। সেই সঙ্গে সমাজের বৃত্তবানদেরও সাধ্যমতো এই পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। ’
এসময় নাটোর জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অধ্যক্ষ বাবুল আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, মুক্তার জেনালে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন উপস্থিত ছিলেন।