নাটোর অফিস॥
নাটোরের সিংড়া পৌরসভার পৌর জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যদের সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধন উদ্বুদ্ধকরণ ও সহজীকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় পৌর কন্ফারেন্স হলরুমে এই সভার আয়োজন করে সিংড়া পৌরসভা।
সভায় পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর স্থানীয় সরকারের উপপরিচালক আশরাফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সঞ্জয় কুমার, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, কাউন্সিলর মেহেদী হাসান মিলন, আব্দুল আজিজ আব্দুল লতিফ প্রমূখ।
মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, সরকারের লক্ষ ও উদ্দেশ্য পূরণের জন্য পৌরসভা হতে জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধ করতে নিয়মিত মাইকিং সহ নানা ভাবে প্রচারণা করা হচ্ছে। তাছাড়া জন্ম গ্রহনের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করলে পুরস্কার ঘোষণা সহ সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হচ্ছে।