নাটোর অফিস॥
নাটোরের লালপুরে পাঁচ দফা দাবি আদায়ে গেট মিটিং ও বিক্ষোভ সমাবেশ করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। মিলের মৌসুমী শ্রমিক কর্মচারীদের স্থায়ীকরা, নভেম্বরের প্রথম সপ্তাহে মিল চালু, আখের মূল্য ২৫০- ৩০০ টাকা বৃদ্ধিকরা, সহজ পদ্ধতিতে আখের মূল্য পরিশোধ করা, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষকের বদলিসহ ৫ দফা দাবি আদায়ে শনিবার (২০ মে) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে এই সমাবেশ করে মিলের শ্রমিক-কর্মচারীরা।
নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সহ-সভাপতি মুঞ্জুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মুমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, শ্রী সামির কুমার পাল, সাবেক সাধারণ সম্পাদ দেলোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
এসময় বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষকের বদলি করার জোর দাবি জানায় । তা না হলে মানববন্ধন সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষনা দনে। পরে মিলের শ্রমিক কর্মচারীরা মিল চত্বরে এক বিক্ষোভ মিছিল করেন।