নাটোর অফিস॥
নাটোরের লালপুরে বসতবাড়ির আঙ্গিনায় অনাবাদি পতিত জমিতে পারিবারিক মডেল পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা এফটিইউটিটিপি প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে দুই দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থী ৩০জন কৃষক-কৃষানীদের মাঝে বীনামূল্যে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামন প্রমুখ।