নাটোর অফিস॥
নাটোরের বাগাতিপাড়ায় নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেনী কার্যক্রমের অংশ হিসেবে স্কুলে শিক্ষার্থীদের অভিনীত নাটিকা ‘বাল্যবিয়ে’ মঞ্চায়ন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বল্প দৈর্ঘ্যের এই নাটিকা মঞ্চায়িত হয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুজ্জামান মনির জানান, তাদের স্কুলের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সেসন-৬ এর তত্ত্বের সংরক্ষণ অধ্যায়ে শিক্ষার্থীদের সচেতনতামুলক কার্যক্রমের অংশ হিসেবে আইসিটি শিক্ষক হারেজ আলী এই নাটিকার আয়োজন করেন। বিদ্যালয় মাঠে মঞ্চস্থ এই নাটিকায় দুই গ্রুপে ওই শ্রেণীর ছাত্রী ¯েœহা, অন্তু, নিহা, ছোয়া, রাফা, জেমি, নাবিলা, নিলুফা, কাকলি, ফাহমিদা এবং অন্য গ্রুপে তমা, মীম, মৌ, পিংকি, রতœাসহ ২০ জন অংশ নেয়। সচেতনতামুলক এই নাটিকার মাধ্যমে শিক্ষার্থীরা বাল্যবিয়ের কুফল সম্পর্কে জ্ঞান লাভ করে বলে জানিয়েছেন ওই শিক্ষক। এদিকে শিক্ষার্থীরা এমন ব্যতিক্রমী ক্লাশ করে বেশ আনন্দ উপভোগ করেছে বলে জানিয়েছে।