নাটোরে হজ্ব প্রশিক্ষণ শুরু

নাটোর অফিস॥
নাটোরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ১৪৯৩ জনকে হজ্ব প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রাসেল, খতিব কান্দিভিটা জামে মসজিদ গোলাম মোস্তফা, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ ইমামুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন হজ্বের নিয়মগুলো অনেক সহজ। নিয়ম করে মেনে চললে কোন সমস্যা হবে না। কিন্তু নিয়ম মেনে না চললে সমস্যায় পড়তে হবে। এজন্য প্রত্যেক হজ্বযাত্রিকে গাইডদের কথা মতো চলতে হবে। কোন সমস্যা হলে সাথে সাথে এজেন্সির কাছে ফোন দিতে হবে। সবাই যেন দলবদ্ধ থেকে হজ্ব পালন করে সেই দিকে খেয়াল রাখতে হবে। তবেই সুষ্ঠভাবে হজ্ব পালন করে ফিরতে পারবে সবাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *