নাটোর অফিস॥
নাটোরের সিংড়ার চলনবিল থেকে কৃষকের পাঁচটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। রোববার রাতে উপজেলার চৌগ্রামের বিলে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। সোমবার বিলের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার গুলো নামানোর কথা থাকলেও আগের রাতে এই চুরির ঘটনায় কৃষকদের মাঝে আতংক বিরাজ করছে।
সোমবার দুপুরে উপজেলার চৌগ্রামের বিলে গিয়ে দেখা যায়, চুরি যাওয়া ট্রান্সফরমারের পরিত্যাক্ত কভার বাঁশে ঝুলিয়ে কাঁদে নিয়ে বহন করে নিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা।
দমদমা গ্রামের কৃষক আলম হোসেন বলেন,আজ বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার নামানোর কথা ছিল। কিন্তু আগের রাতেই তার ৫ কেভি ট্রান্সফরমার চুরি গেছে। এখন পরিত্যাক্ত ট্রান্সফরমারের কভার বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছেন।আর সেখানে আরো ৮ জন কৃষকের আরো চারটি (৪০ কেভি) ট্রান্সফরমার চুরি হয়েছে।
চৌগ্রামের কৃষক কুদ্দুস বলেন, তার একটি ট্রান্সফরমার চুরি হয়েছে । কিন্তু সেটি গত রাতে চুরি যাওয়ায় সামনে আমন ধানে সেচ নিয়ে দুঃচিন্তায় রয়েছেন।
আর নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন চুরি যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আর কৃষকদের সেচ শেষ হলেই আবেদন পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ট্রান্সফরমার নামাতে নির্দেশ দেওয়া রয়েছে।
সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরির অভিযোগ পাওয়ার পরে পুলিশি নজর দারি বাড়ানো হয়েছে। তবে চলনবিলের ট্রান্সফরমার চুরি রোধে সকল স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকের সহযোগিতা ছাড়া চুরি বন্ধ করা সম্ভব নয়।