নাটোর অফিস॥
জগন্নাথ বিশ্বিবদ্যালসয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন (২১) জীবন যুদ্ধে হার মেনে মৃত্যু বরণ করেছেন। শনিবার (৬ মে) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মেহেদী হাসান শাওন নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর গ্রামের মোঃ আঃ লতিফের ছেলে ও জগন্নাথ বিশ্বিবদ্যালয় স্নাতক শাখার উদ্ভিদবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, শাওন বিশ্বিবদ্যালয়ে পড়ালেখার সুবাদে ঢাকায় অবস্থান করছিল। সোমবার (১ মে) সকালে বাজার করার উদ্দেশ্যে শাওন রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে গিয়ে একটি দোকানে ডিম কিনছিলেন। সে সময় হঠাৎ সেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকান্ডের ঘটনায় হলে সে অগ্নিদগ্ধ হন। পরে তার সহপাঠি ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে ভর্তি করে। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যুবরণ করেন।
জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জগন্নাথ বিশ্বিবদ্যালসয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওন এর মরদেহ শনিবার রাতে তার নিজ বাড়িতে এসে পৌছেছে। এদিন রাত ১০ টায় তার জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে।
বিশ্বিবদ্যালসয়ের শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।