নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে জিবরান (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার পৌর এলাকার সোনাপাতিল মহল্লার জিন্নাত আলীর ছেলে। বুধবার সকালে স্থানীয়রা মালঞ্চি রেলওয়ে স্টেশনের অদুরে রেল লাইনের ওপর জিবরানের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মৃত জিবরান অতিরিক্ত নেশাগ্রস্থ হওয়ায় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। সেকারণে পরিবারের সাথে ভালো সম্পর্ক বা যোগাযোগ ছিল না তার। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর এলাকার পাশ দিয়ে অবস্থিত রেল লাইনের মাঝখানে স্থানীয়রা জিবরানের মস্তক বিহীন মৃতদেহ দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। এ সময় মৃতের স্বজনরা এসে লাশটি উদ্ধার করে বাড়ি নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
শান্তহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালঞ্চি রেল স্টেশনের কিছু দূরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। মৃত্যুর ব্যাপারে পরিবার সহ কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত জিবরান মানসিক রোগী ছিল বলেও নিশ্চিত করেন তিনি।