নাটোর অফিস॥
নাটোরের লালপুরে নিজের জমিতে ধান কাটার সময় কাজল (২১) নামের এক যুবককে এসিড নিক্ষেপে করা হয়েছে। এতে কাজলের মুখ ও শরীর ঝলসে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া গ্রামে এ ঘটনা ঘটে। কাজল একই গ্রামের লোকমান হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল রাত সাড়ে ৯টার দিকে কাজল নিজের জমিতে ধান কাটছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি তার শরীরে এসিড
ছুড়ে পালিয়ে যায়। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে যায়।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামন বলেন, নিক্ষিপ্ত এসিড জাতীয় কেমিক্যালে কাজলের মুখ থেকে নাভী পর্যন্ত লাইন হয়ে ঝলসে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লালপুর থানার (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’