নাটোর অফিস॥
নাটোরের লালপুরে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে শরিফুল ইসলাম ও সুমন নামের দুই ব্যক্তিকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শরিফুল ইসলাম কলসনগর গ্রামের বাসিন্দ ও সুমন বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দ।
রবিবার (৯ এপ্রিল) বিকেলে লালপুর উপজেলার চকনাজিরপুর ও দূর্গাপুর এলাকায় পৃথক ভাবে অভিযান চালিয়ে জরিমানা করেন সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক দেবাশীষ বসাক।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে জানান, পুকুর খনন করে মাটি বিক্রয় হচ্ছে এমণ সংবাদের ভিত্তিতে চকনাজিরপুর ও দূর্গাপুর এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় শরিফুল ইসলামকে ৬০ হাজার ও সুমন ৫০ হাজার টাকা মোট এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষি জমিতে পুকুর বন্ধে আগামীতেও এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান এই কর্মকর্ত।