নাটোর অফিস ॥
নাটোরে বিএনপি-আওয়ামীলীগ সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃত জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ সোমবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল বাচ্চুকে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করে সদর থানার এস আই মকলেছুর রহমান। পুলিশ। এসময় বাচ্চুর আইনজীবি তার জামিন আবেদন জানালে শুনানী শেষে বিচারক মোঃ রওশম আলম রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে বাচ্চুকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত ১ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসুচীকে কেন্দ্র আওয়ামীলীগ কর্মীদের সাথে সংঘর্ষ হয়। এঘটনায় শদিুল ইসলাম বাচ্চুকে প্রধান আসামী করে বিএনপির ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামাী করে সদর থানায় একটি মামলা করেন জেলা স্বেচ্ছাবেক লীগের লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লিউন হোসেন। মামলায় শহিদুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষন করার অভিযোগ আনা হয়। বাচ্চুর পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিটিও ভায়রাল হয়। ২ এপ্রিল ওই মামলা দায়েরের পরদিন রাতে ঢাকা যাওয়ার পথে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করা হয়।