নাটোর অফিস॥
নাটোরে ১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে সোহেল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এ ছাড়া যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই দন্ডাদেশ দিয়েছেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত সোহেল রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিষালবাড়ি এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ২০১২ সালের ২১ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে নাটোর বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় রাজশাহী থেকে কুস্টিয়াগামি যাত্রীবাহি বাস বিপ্লব পরিবহনে তল্লাশি চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় বাসের ভিতর থেকে সোহেল নামে একজনের পড়নের প্যান্ট তল্লাশি করে প্যান্টের পকেট থেকে একশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে নাটোর সদর থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়।
নাটোর জজ কোর্টের এপিপি আরিফুর রহমান বলেন, দীর্ঘ ১০ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালতের বিচারক সোহেলকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। আসামীর পূর্বের হাজতবাস প্রদত্ত দন্ডের থেকে বাদ যাবে। এছাড়া উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হবে।