নাটোর অফিস॥
মুজিববর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে সারা দেশের ন্যায় নাটোরের সিংড়া ও বড়াইগ্রামে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায় উপজেলার ৩৪৪ জন ও বড়াইগ্রামে ১৮৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার সিংড়া উপজেলা পরিষদ হলরুমে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করেন ইউএনও মাহমুদা খাতুন ও পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার প্রমূখ।
এদিকে বড়াইগ্রামে উপজেলা নির্বাহী অফিসার মোছা. মারিয়াম খাতুনের সভাপতিত্বে জমিসহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন মিঠু, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন প্রমুখ।