নাটোর অফিস॥
‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে চতুর্থ পর্যায়ে নাটোরের লালপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ১৫৫টি পরিবারের নিকট দুই শতাংশ জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তরের মধ্য দিয়ে লালপুর উপজেলাকে ‘ক’ শ্রেণীর ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২২ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে লালপুর উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ, পানিরর সুব্যবস্থা ও চলাচলের রাস্তাসহ সর্বশেষ চারটি পর্যায়ে লালপুর উপজেলায় মোট ৬২৯টি ‘ক’ শ্রেনীর ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হলো। পুনর্বাসিত পরিবারের সদস্যদের মধ্যে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশিক্ষণসহ কর্মসহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে। এসব পরিবারের শিশুদের জন্যে পড়াশুনা ও বিনোদনের ব্যবস্থাও গ্রহন করা হচ্ছে।
লালপুর উপজেলা অডিটরিয়ামে চতুর্থ পর্যায়ে নাটোরের লালপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব, লালপুর থানার ওসি মোনয়ারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহমেদ সাগার প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, সরকারী দপ্তরের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।