নাটোর অফিস॥
নাটোরের লালপুরে বীর মুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহর স্ত্রী আছিয়া বেগমের (৬৫) মৃত্যু নিয়ে রহস্যসহ প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিপক্ষের হামলায় নাকি স্বাভাবিক মৃত্যু হয়েছে তাঁর। তবে তার পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনি মারা যান। এলাকাবাসী সুত্রে জানা যায়, বীরমুক্তিযোদ্ধা সাফায়েত উল্লাহর ছেলেরা বিরোধপুর্ন জমিতে তিল রোপন করতে গেলে প্রতিপক্ষ বাক্কার আলীর সাথে তাদের মারামারি বাধে। এসময় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আছিয়া বেগম তার সন্তানদের রক্ষায় এগিয়ে গেলে প্রতিপক্ষের ধাক্কায় তিনি অসুস্থ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করেন।
লালপুর থানার ওসি (তদন্ত) জালাল উদ্দিন জানান, খবর পেয়ে নিহতের লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। প্রাথমিক সুরতাহলে নিহতের আঙ্গুলে একটু আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ করে নি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।