নাটোর অফিস॥
দিনমজুর ছেলের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের আকুতি জানিয়েছেন এক মা। ওই মায়ের অভিযোগ ঘটনার সময় তার ছেলে মোঃ রবিন (১৮) ঘটনাস্থলে উপস্থিত না থেকেও নাটোরের গুরুদাসপুরে শ্রমিক নেতা হেলাল সরদার হত্যা মামলায় ১৮ নম্বর আসামী করা হয়েছে। এই মিথ্যা মামলা থেকে রবিনের নাম প্রত্যাহারের আকুতি জানান মা রাজিয়া বেগম। শুক্রবার দুপুরে নিজ বাড়িতে স্থানীয় সংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, তার ছেলে রবিন চাঁচকৈড় বাজারের রতনের মাৎস আড়তে দিন মজুর হিসেবে কাজ করে। ঘটনার দিন রবিন তার কর্মস্থলেই ছিলো। অনেকেই দেখেছেন ‘আমার ছেলে রবিন চাঁচকৈড় বাজারের রতনের মৎস আড়তে কাজ করতে। তিনি আরো বলেন, যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত ,তাদের সাথে আমার ছেলের কোন ধরনের সম্পর্ক নেই। উপরুন্তু মামলার ৩ নম্বর আসামী তুহিনের সাথে কিছুদিন আগে আমার ছেলের দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে তুহিন আমার ছেলেকে নির্মম নির্যাতন করে। ওই নির্যাতনের ঘটনায় তুহিনের বিরুদ্ধে একটি মামলাও করা হয়। আমার ছেলেকে ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়নো হয়েছে। যা সর্ম্পন্ন মিথ্যা বানোয়াট ষড়যন্ত্রমুলক। এই মিথ্যা মামলা থেকে ছেলে রবিনের নাম প্রত্যাহারের দাবি জানান মা রাজিয়া বেগম।
গুরুদাসপুর থানার ওসি আব্দুল মতিন বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে যারা প্রকৃত জড়িত তাদের বিরুদ্ধে পুলিশের রিপোর্ট দাখিল করা হবে। অন্যায়ভাবে কাউকে অভিযুক্ত করা হবেনা।