নাটোর অফিস॥
নাটােরে কৃষি বিপনন আইনে শহরের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে চার হাজার টাকার অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা সুলতানা।
অর্থদন্ড প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে- নীচাবাজার এলাকার শীলা মিষ্টান্ন ভান্ডার চার হাজার টাকা এবং মাদ্রাসা বাজার এলাকার সেলিম ষ্টোর পাঁচশ’ টাকা।
ভ্রাম্যমান আদালতের বিচারক জোবায়দা সুলতানা জানান, কৃষি বিপনন আইন-২০১৮ অনুযায়ী কৃষিজাত পণ্য বিপননে লাইসেন্স থাকতে হবে। অভিযুক্ত দু’টি প্রতিষ্ঠানের লাইসেন্স না থাকায় এই জরিমানা করা হয়।