ওরা রাতের আলো নিভিয়েই
নিনিদ নিশীথের তপস্যার কাহিনী শুনিয়ো গেল!
অথচ অবোধের দণ্ড মার্জনার বেলা
সব আলো জ্বালিয়েই করুণা করে!ওরা টুপটাপ সুখবর্ষণ চেয়ে
প্রবাহের প্রমিত বেগ রুখে দিলো!
অথচ আকর্ণ বিদীর্ণ ইহভূমে
নিশ্চল কিছু লাইনও ছিলো; শুধু
অবোধের দণ্ডের বেলায়
টুপটাপ, বিদীর্ণ, নিশ্চল শব্দরা
ডুব মেরেছিল !ওরা নিভিয়েই রাতে
আলোকে বন্দনা করে, আর
অবোধকে পুষ্পশয্যায় দেখায়
শরশয্যার ভয়! তপস্যা ধোঁয়ায়
একে একে ভাঙ্গে সব ব্রত; শুধু
অবোধ ডালায় সাজিয়ে রাখে
আঁধারি চূর্ণ সংশয়!