আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি টগর-সম্পাদক মালেক শেখ

নাটোর অফিস॥
নাটোরে আইনজীবী সমিতির নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গোটা প্যানেল বিজয়ী হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ আবু আহসান টগর ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী খান মোঃ আলী আসগর পেয়েছেন ১০০ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ আব্দুল মালেক শেখ ১৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী মোঃ শরীফুল ইসলাম মুক্তা পেয়েছেন ১১৬ ভোট। অন্যান্য পদে আওয়ামী আইনজীবী পরিষদের বিজয়ী প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ সভাপতি পদে প্রদীপ কুমার চৌধুরী পেয়েছেন ১৪৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি মোঃ শহিদুল ইসলাম নোমান পেয়েছেন ১৩৬ ভোট,জুনিয়র সহসভাপতি পদে মোঃ আখতার হোসেন পেয়েছেন ১৩৮ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী হারুন অর রশিদ বুলবুল পেয়েছেন ১৩৬ ভোট।যুগ্ম সাধারন সম্পাদক পদে বিজয়ী কাজী তাজ উদ্দিন আহম্মেদ গোলাপ পেয়েছেন ১৪৬ ভোট।

প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান (রিপন) পেয়েছেন ১৩৮ ভোট। কোষাধ্যক্ষ পদে বিজয়ী শরিফুল ইসলাম ইমন পেয়েছেন ১৪৪ ভোট। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোখলেসুর রহমান (রিপন) পেয়েছেন ১৩৬ ভোট। পাঠাগার সম্পাদক পদে আনোয়ার হোসেন ১১৭ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইদুল ইসলাম পেয়েছেন ৯২ ভোট। নিরীক্ষন সম্পাদক পদে মোঃ রকিবুল ইসলাম ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি আরিফুল ইসলাম পেয়েছেন ১৩৫ ভোট। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী বাকি বিল্লাহ পেয়েছেন ১৯২ ভোট । প্রতিদ্বন্দ্বি প্রার্থী সুদীপ্ত সাওন পেয়েছেন ৮৫ ভোট। আপ্যায়ন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সুফি মোঃ মমতাজ রায়হান (সিনা) ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ মাহমুদুর রহমান প্রাং পেয়েছেন ১০৫ ভোট। এছাড়া মহিলা সম্পাদিকা পদে মোছাঃ আরজুমান্দ বানু পুস্প পেয়েছেন ১৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোছাঃ কেয়া পারভিন পেয়েছে ১২৮ ভোট। নির্বাচনে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট এ কে এম শাহজাহান কবীর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *