নাটোর অফিস॥
সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপি-জামায়াতের অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে ”শান্তি সমাবেশ” করবে আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠন। কাল শনিবার সকাল ৯টা থেকে সন্ধা ৬টা উপজেলার আহমেদপুর, মানিকপুর, ধানাইদহ, রাজাপুর ও চান্দাই বাজারে ওই সমাবেশ করবে তারা।
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও সাবেক, বর্তমান নির্বাচিত দলীয় জনপ্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের দিক নিদের্শনাক্রমে সর্বসম্মতিক্রমে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী বলেন, জনগনের জান-মালের নিরাপত্তা ও স্থাপনা সমূহ সুরক্ষার জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক শান্তি সমাবেশ করা হবে।
অপরদিকে বিএনপি তাদের ইউনিয়ন পদযাত্রা করবে। প্রতিটি ইউনিয়নে কর্মসূচি ঘোষনা করা হলেও নির্ধারিত সময় ও স্থাণ ঘোষনা করেনি তারা।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এখানেও কর্মসূচি পালন করা হবে।